সম্মানিত অভিভাবক/ অভিভাবিকাবৃন্দ,
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুজলা-সুফলা, শস্য-শ্যামলা গিরি কন্তলা প্রাচ্যের সৌন্দর্য নগরী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সদরে মনােরম পরিবেশে অবস্থিত। ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়। ১৯৬৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি। এলাকায় শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে আসছে।
জ্ঞানের রুদ্ধ দ্বারকে খুলে দেয়ার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। মানুষ তাঁর যা কিছু শ্রেষ্ঠ তার সবটকই অর্জন করেছে শিক্ষা দ্বারা। শিক্ষাই হচ্ছে মানব জীবনের সার সংক্ষেপ । বিদ্যালয়ের শিক্ষাদান, পাঠ্যক্রম নির্ধারণ এবং শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিক জ্ঞানার্জনে পারদর্শী করার লক্ষ্যে শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষাপঞ্জি অনুসরণ করা হয়।
প্রাকৃতিক শােভায় গড়ে ওঠা এ শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের প্রাণবন্ত পদচারণায় সদা মুখর হয়ে ওঠে। সুযােগ্য প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকমন্ডলী কর্তক শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ রূপে গড়ে তােলার প্রচেষ্টা এই প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য। লেখাপড়ার মনােন্নয়নের জন্য শিক্ষক/শিক্ষিকাবৃন্দ ও সুযােগ্য পরিচালনা পরিষদ সদা সচেষ্ট এবং বিদ্যালয়ের যাবতীয় সমস্যা সমাধানে সক্রিয় ও তৎপর। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য নিয়মিত সহপাঠ্য – ক্রমিক কার্যাবলী, খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযােগিতা, বির্তক চালু আছে। ছাত্রীদের সাথে * সংশ্লিষ্ট বিষয়ে তাদের অভিভাবকদের মধ্যে শিক্ষক/শিক্ষিকাবৃন্দের যােগাযােগের সহজ মাধ্যম – হলাে “শিক্ষার্থী ডায়েরী” । এতে শিক্ষা বিষয়ে অংশ গ্রহণ, চরিত্র গঠন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা – সম্পর্কিত তথ্য দিতে যেমন সহায়ক হবে, তেমনি এর মাধ্যমে অভিভাবকদের নিজ নিজ – বিদ্যালয়ে উপস্থিতি, লেখাপড়ার অগ্রগতি, জ্ঞানার্জনে অনুসন্ধিৎসা, তার কর্মতৎপরতা ও – ভবিষ্যত লক্ষ্য ইত্যাদি সম্পর্কে সজাগ থাকতে হবে।।
শিক্ষকবৃন্দ ডায়েরীর মাধ্যমে একদিকে অভিভাবকদের মূল্যবান পরামর্শ ও মতামত লাভ করতে পারবেন এবং অন্যদিকে ছাত্রীদের পাঠদান ও অন্যান্য পরামর্শ দিয়ে তার জীবন গঠনে সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হবেন। সর্বোপরি এই ডায়েরীটি আপনার সন্তানের প্রতিদিনের কার্যকলাপকে আপনার সামনে তুলে ধরবে। ছাত্রী, শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা ব্যতীত শিক্ষার্থীরা সফলতা লাভ করতে পারবে না। বিদ্যালয়ের অধ্যয়নরত | ছাত্রীদের সুপ্ত প্রতিভার সার্বিক বিকাশ সাধন ও সুনাগরিক সৃষ্টির পথে এগিয়ে নেয়াই আমাদের | লক্ষ্য। তার সফলতার জন্য পিতা-মাতার সার্বিক সহযােগিতা একান্ত অপরিহার্য। আসুন, আমরা সবাই মিলে জাতির ভবিষ্যত আশা আকাঙ্খার প্রতীক সমাজকে সঠিক পথে পরিচালিত করে আলােকিত মানুষ হিসেবে গড়ে তুলি। আপনার সন্তানের সার্বিক উন্নতিতে আপনার আগ্রহ ও মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হােন।
ধন্যবাদান্তে:-
মােঃ ওসমান আলী
প্রধান শিক্ষক
ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়।
চন্দনাইশ পৌর সদর, চট্টগ্রাম।