সন্মানিত শিক্ষকমন্ডলী, অভিভাবকগণ, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মহান আল্লাহর রহমতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে পেরে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও গর্বিত।
এই প্রতিষ্ঠানটি কন্যাশিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। আমি বিশ্বাস করি, নারীর শিক্ষাই একটি প্রগতিশীল ও ন্যায়ভিত্তিক সমাজের ভিত্তি।
সভাপতির দায়িত্ব পালনে আমার লক্ষ্য থাকবে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করা।
আমার প্রত্যাশা, বিদ্যালয়টি শুধুমাত্র ভালো ফলাফলের মাধ্যমে পরিচিত হবে না, বরং এটি হয়ে উঠবে একজন সুন্দর মননের মানুষ তৈরির আদর্শ কর্মশালা—যেখানে আমাদের কন্যাশিক্ষার্থীরা আত্মবিশ্বাস, আত্মমর্যাদা ও মুক্ত চিন্তাচেতনায় সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে।
আমি শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই-আমাদের এ মহৎ যাত্রায় একসঙ্গে এগিয়ে আসুন,যেন আমরা আমাদের সন্তানদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারি ।
আল্লাহ আমাদের সহায় হোন।
মোহাম্মদ আব্দুল মোতালেব,
সভাপতি,
বিদ্যালয় পরিচালনা পর্ষদ।
