ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়

সম্মানিত সভাপতি,অভিভাবক,শিক্ষকমন্ডলী ও কৃতিত্ব অর্জনকারী প্রিয় শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

এসএসসি -২০২৫ ফলাফলে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃতিত্ব অর্জনের এই ক্ষণে  সম্মানিত সভাপতি,অভিভাবক,শিক্ষকমন্ডলী ও কৃতিত্ব অর্জনকারী প্রিয় শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে আল্লাহর দরবারে শুকরিয়া জানানোর পাশাপাশি জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আমাদের শিক্ষার্থীদের শ্রম,প্রচেষ্টা এবং কঠোর অধ্যবসায়ের সাথে সাথে এই  সাফল্যের পেছনে যারা নিঃস্বার্থভাবে শ্রম,সমর্থন দিয়ে তাদের  স্বপ্ন দেখিয়েছেন সেই শিক্ষক তথা সহকর্মীদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সম্মানিত অভিভাবকবৃন্দ,যারা  সন্তানদের একটি সুন্দর আগামীর প্রত্যাশায় নিরলসভাবে শ্রম ও সমর্থন দিয়ে তাদের সাফল্যের ধাপ অতিক্রম করতে সচেতনতার সহিত সহযোগিতা করেছেন আমি সেই সকল অভিভাবকদের ও জানাই আন্তরিক অভিনন্দন,ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

পরিশেষে আমার প্রিয় শিক্ষার্থী, যাঁরা সর্বেচ্চ কৃতিত্ব অর্জন করেছ এবং যারা সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করতে পার নাই  আমি তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ।পাশাপাশি এই কৃতিত্ব যাতে তোমাদের জীবনপথে পাথেয় হয়ে থাকে,মহান আল্লাহর দরবারে এই দোয়া কামনা করে এবং তোমাদের সুন্দর আগামীর প্রত্যাশায় এখানেই শেষ করছি।

মোহাম্মদ ওসমান আলী

প্রধান শিক্ষক

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *